এবার ববি হাজ্জাজের ‘নির্বাচনী অফিসে’ ছাত্রলীগের হামলা
- নিজস্ব প্রতিবেদক
- ১২ ডিসেম্বর ২০১৮, ১৩:২৯
বিশিষ্ট ধনকুবের প্রিন্স মুসা বিন শমসেরের ছেলে ও মুসলিম লীগ মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ববি হাজ্জাজ তার নির্বাচনী অফিসে প্রতিপক্ষ প্রার্থীর লোকেরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন। হামলার প্রতিকার চেয়ে তিনি সিইসিকে চিঠি দিয়েছে।
আজ বুধবার দুপুরে ববি হাজ্জাজ নিজে এসে নির্বাচন কমিশনে এই অভিযোগ দেন।
অভিযোগে তিনি বলেন, বর্তমান কমিশনের প্রতি আস্থা রেখেই আমরা ৫৫টি আসনে প্রার্খী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। কিন্তু পরিতাপের বিষয় নির্বাচনী পরিবেশ নিয়ে গণমাধ্যমে অসন্তোষ প্রকাশ করে আসলেও এ ব্যাপারে আশানুরূপ কোনো প্রতিকার পাইনি।
ইসতে অভিযোগে ববি বলেন, গত মধ্যরাতে আমার নির্বাচনী এলাকার গেন্ডারিয়া থানা সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা শিশিরের নেতৃত্বে বর্তমান এমপির কর্মীরা সন্ত্রাসী কায়দায় হামলা করে। আমার পোষ্টার ছিঁড়ে ফেলে। কার্যালয়টি দখল করে রেখেছে।
উল্লেখ্য, ববি হাজ্জাজ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতির আইন উপদেষ্টা ছিলেন। ২০১৪ সালের একতরফা নির্বাচনের সময় তিনি এরশাদের মুখপাত্র হিসেবে গণমাধ্যমে বক্তব্য রাখতেন। পরে তিনি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন।